Bangladesh Banner Press Releases

UN High Commissioner for Human Rights’ visit to Bangladesh, RRAG seeks a country office to address human rights violations

New Delhi, 29 October 2024: The Rights and Risks Analysis Group (RRAG) in its submission urged the UN High Commissioner for Human Rights Volker Türk, who is visiting Bangladesh from today to press the Interim Government of Bangladesh to allow establishment of a country mission of the UN human rights office in Bangladesh with full and unrestricted access to the Chittagong Hill Tracts (CHTs) to address human rights violations in the country.

Human rights situation under the Interim Government of Bangladesh: A briefing paper for the UN High Commissioner for Human Rights can be accessed here

The RRAG highlighted the failure of the Interim Government of Bangladesh to make the report of the inquiry commission headed by Additional Divisional Commissioner of Chittagong Mr Mohammad Nurullah Noori into the acts of violence upon indigenous peoples in Dighinala, Khagrachari and Rangamati from 19 September to 1 October 2024 public and the announcement of Chief Advisor Dr Mohammad Yunus that the problems of the indigenous peoples in the Chittagong Hill Tracts shall be addressed by the next elected government. In these attacks by the Bangladesh Army and the illegal settlers, at least four indigenous persons were killed, at least 75 indigenous Jumma people were seriously injured while at least 142 houses, shops and other business establishments and Buddhist temples were looted, destroyed or set ablaze.

The Hindu minorities too have been facing unprecedented acts of violence without accountability. While the daily Prothom Alo reported damage to 1,068 houses and business establishments and 22 places of worship from 5 to 20 August 2024, the Bangladesh Hindu Buddhist Christian Oikya Parishad reported 2,010 incidents of communal violence during the same period. Despite being provided unprecedented security during the Durga Puja celebrations from 1 to 11 October 2024, Bangladesh Police reported that at least 35 incidents centering the Durga Puja celebrations had taken place.

In one hand, Noble Laureate Dr Mohammed Yunus has washed off his hands on the indigenous peoples of the Chittagong Hill Tracts by stating that Peace Accord will be implemented by the next elected government, on the other hand, without investigation into the acts of violence against religious minorities Dr Yunus had stated that these attacks took place because of their allegiance with the Awami League. This exclusionary approach against indigenous peoples and religious minorities is reflected from the formation of the Constitutional Reforms Commission in which not a single religious minority or indigenous peoples’ representative was included. These issues ought to be addressed.”- stated Mr Suhas Chakma, Director of the RRAG.

The RRAG also expressed concerns about the absolute lack of independence of judiciary in Bangladesh. While five Supreme Court judges including Chief Justice were removed, 12 High Court judges have been denied allocation of judicial work because of the socalled students protests. If any judge dares to release any leader or activist connected with former Prime Minister Shiekh Hasina government or Awami League, the judge will face the fury of the mob justice in the name of students.

“This absence of independence of judiciary is affecting those accused in various cases. By 31 August 2024, about 1,94,000 people i.e. 26,268 people named and around 1,68,000 unnamed persons, were accused in about 268 FIRs. Furthermore, at least 54 journalists perceived as supporters of the previous government led by Hasina were charged for various offences including for genocide and crimes against humanity for reporting. Unless the proceedings of the FIRs filed are stayed and a Committee of the Public Prosecutors to assess each of the FIR registered is established, thousands of unnamed persons will suffer because of false prosecution.”- further stated Mr Chakma.

The RRAG expressed concerns that while innocent are being prosecuted, at least 43 high-profile criminals and militants including Mufti Jashimuddin Rahmani, chief of the Ansarullah Bangla Team, an Al-Qaeda-inspired militant outfit now known as Ansar al Islam convicted for the murder of Rajib Haider, a blogger has been released on bail despite many pending cases. Other top terrorists released include Abbas Ali alias ‘Killer Abbas’ of Mirpur, Sheikh Mohammad Aslam alias Sweden Aslam of Tejgaon, Imamul Hasan Helal alias Picchi Helal of Mohammadpur and Sanjidul Islam alias Emon who were named in the list of 23 top terrorists published by the home ministry on 26 December 2001.

প্রেস রিলিজ: জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের বাংলাদেশ সফর করেছেন- আরআরএজি মানবাধিকার লঙ্ঘন মোকাবেলার জন্য একটি জাতিসংঘের মানবাধিকার অফিসের দাবি

নয়াদিল্লি, 29 অক্টোবর 2024: রাইটস অ্যান্ড রিস্কস অ্যানালাইসিস গ্রুপ (আরআরএজি) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ককে, যিনি আজ থেকে বাংলাদেশ সফর করছেন, আহ্বান জানিয়েছে যাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে একটি জাতিসংঘের মানবাধিকার অফিসের প্রতিষ্ঠার দাবি জানিয়েছে I জাতিসংঘেরএই মানবাধিকার কার্যালয়কে পার্বত্য চট্টগ্রামে পূর্ণ প্রবেশাধিকার দেয়ার দাবি জানানো হয়েছে।

RRAG 19 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত দীঘিনালা, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে আদিবাসীদের উপর সহিংসতার ঘটনায় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ নূরুল্লাহ নূরীর নেতৃত্বে গঠিত তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ না করার ব্যর্থতা তুলে ধরে। প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুসের ঘোষণা যে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের সমস্যা পরবর্তী নির্বাচিত সরকার সমাধান করবে তাও উত্তাপন করা হয়েছে । বাংলাদেশ সেনাবাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের এসব হামলায় কমপক্ষে চারজন আদিবাসী নিহত হয়, অন্তত ৭৫ জন আদিবাসী জুম্ম মানুষ গুরুতর আহত হয় এবং অন্তত ১৪২টি বাড়িঘর, দোকানপাট ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান এবং বৌদ্ধ মন্দির লুট, ধ্বংস বা অগ্নিসংযোগ করা হয়।

হিন্দু সংখ্যালঘুরাও জবাবদিহিতা ছাড়াই নজিরবিহীন সহিংসতার সম্মুখীন হয়েছে। দৈনিক প্রথম আলো 5 থেকে 20 আগস্ট 2024 পর্যন্ত 1,068টি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান এবং 22টি উপাসনালয়ের ক্ষতির কথা জানিয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একই সময়ে সাম্প্রদায়িক সহিংসতার 2,010টি ঘটনা জানিয়েছে। 1 থেকে 11 অক্টোবর 2024 পর্যন্ত দুর্গা পূজা উদযাপনের সময় অভূতপূর্ব নিরাপত্তা প্রদান করা সত্ত্বেও, বাংলাদেশ পুলিশ জানিয়েছে যে দুর্গা পূজা উদযাপনকে কেন্দ্র করে অন্তত 35টি হিংসাত্মক ঘটনা ঘটেছে।

“একদিকে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের উপর শান্তি চুক্তি পরবর্তী নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বলে হাত ধুয়ে দিয়েছেন, অন্যদিকে সহিংসতার ঘটনা তদন্ত ছাড়াই, ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে আনুগত্যের কারণেই হামলা হয়েছে বলে ড. ইউনূস বলেছিলেন। আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে এই বর্জনীয় পদ্ধতির প্রতিফলন ঘটেছে সাংবিধানিক সংস্কার কমিশন গঠনের মাধ্যমে যেখানে কোনো ধর্মীয় সংখ্যালঘু বা আদিবাসী জনগণের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়নি। এই সমস্যাগুলি সমাধান করা উচিত।”- বলেছেন মিঃ সুহাস চাকমা, আরআরএজি পরিচালক।

আরআরএজি বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা না থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতিকে অপসারণ করা হলেও, ছাত্রদের বিক্ষোভের কারণে হাইকোর্টের ১২ জন বিচারপতিকে বিচারিক কাজের বরাদ্দ দেওয়া থেকে বঞ্চিত করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত কোনো নেতা-কর্মীকে কোনো বিচারক মুক্তি দিতে সাহস করলে বিচারক ছাত্রদের নামে মব জাস্টিসের রোষের মুখোমুখি হবেন।

“বিচার বিভাগের এই স্বাধীনতার অনুপস্থিতি বিভিন্ন মামলার আসামিদের ভুগতে হচ্ছে। 31 আগস্ট 2024 সাল নাগাদ, প্রায় 1,94,000 জন অর্থাৎ 26,268 জনের নাম এবং প্রায় 1,68,000 অজ্ঞাত ব্যক্তিকে প্রায় 268টি FIR-এ অভিযুক্ত করা হয়েছিল। এছাড়াও, হাসিনার নেতৃত্বাধীন বিগত সরকারের সমর্থক হিসাবে বিবেচিত অন্তত 54 সাংবাদিকের বিরুদ্ধে রিপোর্ট করার জন্য গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অপরাধের জন্য অভিযুক্ত করা হয়েছে। দায়েরকৃত এফআইআর-এর কার্যক্রম স্থগিত করা না হলে এবং নিবন্ধিত প্রতিটি এফআইআর মূল্যায়নের জন্য পাবলিক প্রসিকিউটরদের একটি কমিটি প্রতিষ্ঠিত না হলে, হাজার হাজার অজ্ঞাত ব্যক্তি মিথ্যা মামলার কারণে ক্ষতিগ্রস্থ হবেন।”- আরও বলেন মিঃ সুহাস চাকমা।

RRAG উদ্বেগ প্রকাশ করেছে যে নির্দোষদের বিচার করা হচ্ছে,অন্যদিকে অন্তত 43 জন হাই-প্রোফাইল অপরাধী এবং জঙ্গি, আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিমুদ্দিন রাহমানীকে বিচারাধীন মামলা থাকা সত্ত্বেও জামিনে মুক্তি দেয়া হয়েছে । মুক্তিপ্রাপ্ত অন্য শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে রয়েছে মিরপুরের আব্বাস আলী ওরফে ‘কিলার আব্বাস’, তেজগাঁওয়ের শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম, মোহাম্মদপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল এবং সানজিদুল ইসলাম ওরফে ইমন যাদের নাম 26 ডিসেম্বর 2001-এ স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকায় রয়েছে।

Share the story